বিসমিল্লাহির রাহমানির রাহিম
আপনার স্বাস্থ্য, রক্ষার দায়িত্ব আপনারই!
-------------------------- --------------------------------------------------------------------
এজন্য আমাদের করণীয়ঃ
* স্বাস্থ্য সচেতনা গড়ে তোলা ও তার বাস্তবায়ন ঘটানো।
* রুটিন মাফিক জীবন পরিচালনা করা। যেমন- দ্রুত ঘুমাতে যাওয়া (ঈশার সালাতের পর ঘুমিয়ে পড়া) এবং দ্রুত অর্থাৎ খুব ভোরে ঘুম থেকে উঠা। (নিজে ও পরিবারের সবাইকে নিয়ে ফজরের সালাত জামাআ'তে আদায় করা।
* পাঁচ ওয়াক্ত সালাতের ওযুর আগে মিশওয়াক করে দাঁত পরিস্কার করে নেয়া।
* ফজর সালাতের পর কিছুক্ষণ ব্যয়াম করার চেষ্টা করা। কোন কিছু না হলেও অন্তঃত ৩০মিনিট হাটা; মাঝে মাঝে হালকা দৌড়নো।
* নিয়মিত গোসল করা, পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, কাপড়-চোপড়, বিছানা পত্র ও বসবাসের ঘরের ভিতর-বাহির পরিষ্কার পরিচ্ছন্ন রাখা।
* হালাল রুজি খাওয়া ও মন্দ কিছু পরিত্যাগ করা।
* খাওয়ার আগে ভালভাবে হাত ধোয়া, বাসনপত্র পরিষ্কার করে তাতে খাবার গ্রহণ করা। যতটা সম্বব টাটকা খাবার গ্রহন করা। অতি গরম ও অতি ঠান্ডা খাবার থেকে বিরত থাকা।
* সময় মত ও নিয়মিত স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ করা। অতিরিক্ত তেল, চর্বি, বাসি-পঁচা, অতি ভাজা ও মসলা যুক্ত খাবার পরিহার করা।
* অতিরিক্ত লবণ ও মিষ্টি জাতীয় খাবার থেকে বিরত থাকা।
* টাটকা শাক-সবজি ও ফল-মূল বেশী বেশী খাওয়া।
* মাছ, মাংস, দুধ, ডিম পরিমিত খাওয়া।
* মধু, কলোজিরা, মাসরুম, জয়তুন ও সয়াবিন পরিমিত ও নিয়মিত খাওয়ার চেষ্টা করা।
* পরনিন্দা, হিংসা-বিদ্বেষ থেকে দূরে থাকা।
* অসুস্থ প্রতিযোগিতা পরিহার করা।
* সর্বদা আল্লাহর শুকরিয়া আদায় করা পাশাপাশি নফল সালাত (রাতের) ও নফল সিয়াম পালনের চেষ্টা করা।
* সমাজে ভাল কাজে অংশ গ্রহণ করা। দরিদ্র, এতিম, অসহায় ও রোগগ্রস্ত মানুষের পাশে গিয়ে দাঁড়ানো।
......................... ডাঃ এম এম আব্দুল হালিম
No comments:
Post a Comment